স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। চরম ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে টাইগাররা। নিশ্চিত জয়ের পথে থাকা ম্যাচ বাজে ব্যাটিং করে প্রতিপক্ষ আফগানদের হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। দুই উইকেটে ১২০ রান থেকে বাংলাদেশ অলআউট ১৪৩ রানে। ম্যাচটি হারের পর প্রচন্ড সমালোচনা হচ্ছে টাইগার ক্রিকেটারদের।
শারজাহ’র একই ভেন্যুতে এবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে মেহেদী হাসান মিরাজ বলছেন, এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। টাইগার অলরাউন্ডারের চোখ বাকী থাকা দুই ম্যাচে। জানিয়েছেন সামনের দুই ম্যাচ খুব গুরুত্বপূর্ণূ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।’
উইকেটে সেট হওয়ার পর আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডার জানিয়েছেন তারা ভুল করেছেন। তিনি বলেন, ‘ওই সময়ে আমরা ভুল করেছি। শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটসম্যানদের (ম্যাচ) শেষ করা উচিত ছিল। এটা অবশ্যই আমি ও শান্ত দুজনেই ভুল করেছি। ওই সময়ে আমরা ভুল করেছি। শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটসম্যানদের (ম্যাচ) শেষ করা উচিত ছিল। এটা অবশ্যই আমি ও শান্ত দুজনেই ভুল করেছি।’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিলো শ্রীলঙ্কার বিপক্ষে, প্রায় আট মাস আগে। সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। মিরাজ বলেন, ‘অনেক দিন পর আমরা ওডিআই খেলেছি। সাত–আট মাস আগে আমরা খেলেছি। সবার ভেতরে ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেক দিন পর আমরা ওডিআইতে খেলছি, প্রস্তুতিটা সেভাবে নিয়েছি। আশা করি, যেহেতু অনেক দিন পর খেলেছি, এই মাঠের ব্যাপারে একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে, সেটা অনুশীলন করছি।’
প্রথম ওয়ানডেতে হারের পর মিরাজ বলছেন হঠাৎ করে উইকেট আচরণ বদলে ফেলেছিলো। তিনি বলেন, ‘আমি আর শান্ত (নাজমুল) যখন ব্যাট করছিলাম, তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বল যখন একটু নরম হয়েছে, পুরোনো হয়েছে, তখন হঠাৎ করেই বাঁকটা বেশি নেওয়া শুরু হয়। আমি আর শান্ত মাঝে ভুগেছি। হ্যাঁ, দুজন যেভাবে সেট ছিলাম, একজনের ফিনিশ করা উচিত ছিল। কারণ, আমি শান্তকে বারবার বলছিলাম, আমাদের দুজনের যেহেতু সমস্যা হচ্ছে খেলতে, তাই পরের ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন হবে। হঠাৎ করেই উইকেট এমন টার্নিং (বাঁক) হচ্ছিল, স্লো টার্নিং হচ্ছিল, সোজা আসছিল। আগে থেকে ধারণা করা যায়নি কোন বল সোজা আসবে, কোন বল বাঁক নেবে।’
পেস ইউনিট নিয়ে সন্তুুষ্ট মিরাজ বলেন ‘পেস বোলাররা খুব ভালো বোলিং করেছে। দারুণ শুরু করেছে। তবে আমার কাছে যতটা প্রত্যাশা ছিল, ততটা পূরণ করতে পারিনি। যেমন ধরুন, মাঝের ওভারগুলোয় আমি ও রিশাদ যদি ২টি উইকেট বের করতে পারতাম, তাহলে আমাদের জন্য সহজ হতো। হয়তো রান কম দিয়েছি, কিন্তু আমার কাছে দল উইকেট প্রত্যাশা করে। কারণ, দলে আমার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০