নিজস্ব প্রতিবেদকঃ ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের জন্য সাকিব রআল হাসানের দলকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। মেহেদি হাসান মিরাজের ৪ উইকেটের দিনে ২০ ওভারে ১১৭ রানে অল আউট হয়েছে সফরকারীরা।
বাংলাদেশী বোলারদের সামনে দাঁড়াতেই পারল না ইংল্যান্ডের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় জস বাটলারের দল। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে সিরিজ জিততে টাইগারদের দরকার ১১৮ রান। মিরাজ ছাড়াও দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানরা।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। তাসকিন আহমেদ প্রথম ওভারে ১০ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে ওপেনার ডেভিড মালানকে ফেরান তিনি। অফ স্টাম্পের বাইরের বলে থার্ডম্যানে ক্যাচ তুলেছেন, হাসান মাহমুদ ভুল করেননি। ১৬ রানেই প্রথম উইকেট হারায় সফরকারীরা। ৮ বলে ৫ রান করে মালান ফিরলে ব্যাটিংয়ে আসেন মঈন আলী।
এরপর বোলিংয়ে এসেই সাকিব আল হাসান পেলেন উইকেট। তাঁর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ফিল সল্ট। ১৯ বলে ২৫ রান করেন তিনি। এরপরের ওভারে নতুন বোলার হাসান মাহমুদও পান উইকেটের দেখা। ইংলিশ অধিনায়ক জস বাটলারকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করেন ডানহাতি এই পেসার। ৬ বলে ৪ রান করেন এই ডানহাতি ব্যাটার।
বাটলারের পরই ফিরে যান মঈন। বোলিংয়ে আসা মেহেদি হাসান মিরাজের বলে বদলি ফিল্ডার শামিম হোসেনের হাতে বাউন্ডারিতে ক্যাচ দেন তিনি। ১৭ বলে ১৫ রান করেন এই বাঁহাতি। মিরাজের বলে ফিরে যান স্যাম কারানও। ১৬ বলে ১২ রান করেন তিনি। একই ওভারে ক্রিস ওকসকে ফেরান এই অফস্পিনার। রানের খাতাই খোলতে দেন নি ওকসকে।
নিজের শেষ ওভারে বোলিংয়ে এসে ক্রিস জর্ডানকে বিদায় করে চতুর্থ উইকেট তুলে দেন মিরাজ। ১০১ রানে ৭ উইকেট হারিয়ে বসা ইংলিশদের শঙ্কা জাগে ২০ ওভার শেষ হওয়ার আগেই গুঁটিয়ে যাওয়ার। ইনিংসের শেষ বলে জোফরা আর্চার রান আউট হন। ১১ রান করেন অভিষিক্ত রেহান আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post