নিজস্ব প্রতিবেদক:: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব। তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে মোহামেডান জিতেছে পাঁচ উইকেটের ব্যবধানে।
আগে ব্যাট প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শামীম হোসেনের লড়াকু ইনিংসে ভর করে ১৭৪ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা মোহামেডান জোড়া হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলে।
১৭৫ রানের টার্গেটে খেলতে নামা মোহামেডান শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে। দলীয় ৬৪ রানেই চার উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপরই পঞ্চম উইকেটে জুটি গড়েন হৃদয় ও মিরাজ। যাতে সহজে জয় পায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করে মিরাজ অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ৫৫ বলের ইনিংসে তিনি সাত চার ও দুই ছক্কা হাঁকিয়েছেন। আরেক হাফ সেঞ্চরিয়ান সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৫৭ রান করেছেন সাত চার ও দুই ছক্কায়। ১৯ রান করেছেন আরাফাত সানি জুনিয়র। ১১ রানে মিরাজের সঙ্গে অপরাজিত থেকেছেন আরিফুল।
প্রাইম ব্যাংকের হয়ে রিপন, হাসান ও শামীম একটি করে উইকেট লাভ করেন।
এর আগে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক একা লড়াই করে শামীম হোসেনের ব্যাটে। ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেছেন তিনি। দশ চার ও চার ছক্কায় ৬১ বলের ইনিংসটি সাজান তিনি। তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন আরাফাত সানি। ১৯ রান এসেছেন ইরফানের ব্যাট থেকে। ১৮ রান করেছেন নাঈম শেখ। প্রাইম ব্যাংক ৩২.২ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৪ রান তুলে।
মোহামেডানের হয়ে তাইজুল চারটি ও এবাদত তিনটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০