নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড অষ্টম ফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। প্রথম ফাইনালে যাওয়ার অপেক্ষা আরেকটু বেড়েছে দক্ষিণ আফ্রিকার। বৃহস্পতিবার কলকাতায় অজিদের জয় ৩ উইকেটে। আগামী ১৯ নভেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
ক্যালেন্ডারের হিসেবে বিশ বছর পর আবার ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দু’দল। রিকি পন্টিংয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে সেদিন ৩৫৯ রান করে আগে ব্যাট করা অজিরা। জবাবে ২৩৪ রানে থেমে যায় ভারত। অস্ট্রেলিয়া জেতে তাদের তৃতীয় শিরোপা।
২১৩ রানের লক্ষ্যে ব্যাট করে নেমে দুর্দান্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতেই ৬০ রান তোলেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। মাত্র ৬ ওভারেই তারা ৬০ রানের জুটি গড়েন। দারুণ এক অর্ধশতক তুলে নেন হেড। তবে বেশিদূর এগোতে পারেননি তিনি। কেশব মাহারাজের দুর্দান্ত এক ডেলিভারিতে ৬২ রানে বোল্ড হন।
বল হাতে ৫ ওভারে ২১ রানে ২ উইকেট নেন হেড। পরে ৪৮ বলে ২ ছক্কা ও ৯ চারে খেলেন ৬২ রানের ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে সেঞ্চুরি হাঁকানো ডেভিড মিলারকে পেছনে ফেলে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। যা ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থবার। চলতি আসরে নিজের অভিষেক ম্যাচে সেরা হয়েছিলেন হেড।
Discussion about this post