স্পোর্টস ডেস্কঃ মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ। ডিফেন্ডার এদের মিলিতাও পড়েছেন মারাত্বক চোটে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গত রাতে রিয়ালের ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পেয়েছে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।
রোববার এক বিবৃতিতে মিলিতাওয়ের চোটের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি। তবে তিনি কবে মাঠে ফিরতে পারেন, তা জানায়নি রিয়াল। বিলবাও ম্যাচের ৫০তম মিনিটে চোট পেয়ে লুটিয়ে পড়েন তিনি। ফিজিওর কাঁধে ভর দিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
বিবৃতি দিয়ে রিয়াল বলেছে, ‘চোট নিয়ে মাঠ ছাড়া মিলিতাওয়ের পায়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। তার বাঁ-পায়ের লিগামেন্টের অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুতই তার পায়ে অস্ত্রোপচার করানো হবে।’ স্পেনের সফলতম ক্লাবটি মিলিতাওয়ের মাঠে ফেরার খবর নিশ্চিত করে না জানালেও গণমাধ্যমের খবর অন্তত ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিল দলের এই তারকা ফুটবলারকে।
এদিকে মৌসুম শুরুর আগে একই চোটে ড়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তারও বাঁ পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে। পুরো মৌসুম মিস করতে পারেন এই বেলজিয়ামের গোলরক্ষক। তাঁকে ছাড়া মৌসুমের প্রথম ম্যাচ রিয়াল খেলেছে আন্দ্রে লুনিনকে নিয়ে। কোর্তোয়ার চোট নিয়ে আনচেলত্তি জানান, ‘আমরা বেশ শঙ্কিত। তবে আশা করছি গুরুতর কিছু হবে না।’
এদিকে মিলিতাওয়ের চোট নিয়ে রিয়াল কোচ বলেন, ‘খালি চোখে মিলিতাওয়ের অবস্থা খুব ভালো ঠেকছে না। আমার ধারণা, ওর হাঁটু মচকে গেছে। দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। পরীক্ষার পর আরও ভালোভাবে বোঝা যাবে। আমাদের আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post