স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রের শেষ ষোলোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। গত রাতে অনুষ্ঠিত হওয়া ড্র’তে আরেক পরাশক্তি বার্সেলোনা পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জাভি হার্নান্দেজের দল শেষ ষোলোতে খেলবে স্পেনের তৃতীয় বিভাগের দল ইউনিওনিসতাসের বিপক্ষে। এদিকে এবারের লা লিগায় চমক হয়ে আসা জিরোনা খেলবে লিগের আরেক দল রায়ো ভায়োকানোর বিপক্ষে।
অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হবে ওসাসুনা-রিয়াল সোসিয়েদাদ, ভ্যালেন্সিয়া-সেল্তা ভিগো, টেনেরিফে-মায়োর্কা, অ্যাথলেটিক বিলবাও-আলভেস ও গেতাফে-সেভিয়া। ১৮ জানুয়ারি রিয়ালের ম্যাচটি অ্যাথলেটিকোর মাঠে। বার্সেলোনাকেও খেলতে হবে প্রতিপক্ষের মাঠে, ইউনিওনিসতাসের বিপক্ষে তাদের ম্যাচটি ১৭ জানুয়ারি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post