নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে রেকর্ড গড়ল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়ে বিপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে এক আসরে টানা ৮ ম্যাচ জেতার রেকর্ড গড়ল ইমরুল কায়েসের দল।
মিরপুরে আগে ব্যাট করে মাত্র ১২১ রানে অলআউট হওয়া সাকিব আল হাসানের বরিশালকে উড়িয়ে দেওয়ার নায়ক মুকিদুল ইসলাম মুগ্ধ ও আন্দ্রে রাসেল। বল হাতে মুগ্ধ নেন ৫ উইকেট, আর রাসেল ব্যাটিংয়ে তোলের ঝড়। ১৬ বলে করেন ৩০ রান। জয়ের পথে তাঁকে দারুণ সঙ্গ দেন খুশদিল শাহ, ১৯ বলে করেন ২৩ রান।
রান তাড়ায় কুমিল্লার ওপেনার মোহাম্মদ রিজওয়ান ফিরেন শুরুতেই। এরপর থিতু হতে পারেন নি জাকের আলি অনিক। ১৬ বলে ১০ রান করেন তিনি। ১০ বলে মাত্র ৫ রান করে আউট হন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। এরপর মোসাদ্দেক হোসেন (১) ও লিটন দাস (৩৬) আউট হলে ম্যাচ বরিশালের নিয়ন্ত্রণে চলে যায়।
এরপর ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ক্রিজে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১৯তম ওভারের তৃতীয় বলে মুস্তাফিজকে ছক্কা হাঁকিয়ে কুমিল্লার টানা অষ্টম জয় নিশ্চিত করেন তিনি। অপরাজিত থাকেন ৩০ রানে। বরিশালের হয়ে এবাদত হোসেন নেন ১৮ রানে ২ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বরিশালের ওপেনার এনামুল হক (৩) ও ফজলে রাব্বি (৮) ব্যর্থ হয়ে ফিরে যান। চারে নামা সাকিব আল হাসান (৬) ও পাঁচে নামা ইফতেখার আহমেদও (৪) রান পাননি। তবে তিনে নামা মাহমুদুল্লাহ রিয়াদ দলের হাল ধরেন। ২৬ বলে ৩৬ করে ফিরে যান। তিনটি চার ও একটি ছক্কা তোলেন তিনি।
মেহেদি মিরাজ ১৭ রান করেন। করিম জানাত ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৪ রান করলে একশ’ ছাড়ানো সংগ্রহ পায় সাকিবের দল। বল হাতে সুনিল নারিন এবং আন্দ্রে রাসেল ভালো করেছেন। তবে দুর্দান্ত বোলিং করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ৩.১ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট। এটিই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং।
ওই জয়ে সমান ১১ ম্যাচ খেলে আট জয় নিয়ে কুমিল্লা পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠেছে। অন্যদিকে সাত জয় নিয়ে ফরচুন বরিশাল তিনে নেমে গেছে। দুই দলের সামনেই একটি করে ম্যাচ বাকি আছে। রংপুর রাইডার্সও সাত ম্যাচে জয় পেয়েছে। সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ারে যাওয়ার লড়াই তাই এখনও জমে আছে।
Discussion about this post