নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টে বিরল আউটের সাক্ষী হলেন মুশফিকুর রহিম। ৪১তম ওভারে কাইল জেমিসনের বলে ডিফেন্স করে সেই বল হাত দিয়ে ছুঁয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের ফিল্ডারদের আবেদনে আম্পায়াররা আউট ঘোষণা করেন। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।
আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।জেমিসনের স্টাম্পের ওপর করা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল তার ব্যাটে লাগার পর পপিং ক্রিজে ড্রপ করে আরও ডান দিকে সরে যাচ্ছিল। তখন ডান হাত দিয়ে বলটি আরও ঠেলে দেন মুশফিক।
সঙ্গে সঙ্গেই আবেদন করেন জেমিসন। অধিনায়ক টিম সাউদিসহ বাকিরাও যোগ দেন এতে। টিভি রিপ্লে দেখে মুশফিককে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার। মুশফিকের আউট দেখে আন্তর্জাতিক ক্রিকেটে আজই প্রথম ধারাভাষ্য দিতে মাইক্রোফোন হাতে নেওয়া তামিম ইকবালের মুখ দিয়ে প্রথমেই বেরিয়ে এল, ‘মুশফিকের এমন আউট খুবই হতাশাজনক।’
ধারাভাষ্যে থাকা তামিম আরও বলেন, ‘আপনি এটা করতেই পারেন না। বিশেষ করে মুশফিকের মতো খেলোয়াড়ের কাছ থেকে। এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। টেস্ট ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন। টেস্টে যেটি অষ্টম। ফেরার আগে ৮৩ বলে এক ছক্কা ও তিন চারে ৩৫ রান করেন মুশফিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post