স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়ের পর সমালোচনা হচ্ছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। দু’জনেই ব্যর্থ হয়েছেন দলের গুরুত্বপূর্ণ ম্যাচে। আউট হয়েছেন বাজে ভাবে। মুশফিকুর রহিমকে একাদশে জায়গা দিতে গিয়ে সৌম্য সরকারকে বাদ দিতে হয়েছে একাদশ থেকেও। রিয়াদ সবশেষ ম্যাচগুলোতে ভালো খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরে হতাশ করেছেন সমর্থকদের।
পরপর দুই হারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন হয়ে গেছে। এরপরই ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক সমালোচনা করেছেন এই দুই সিনিয়র ক্রিকেটারের। পরামর্শ দিয়েছেন, অবসর নেওয়ার। এই দু’জন অবসর না নেওয়াতে বেশ অবাক হয়েছে কার্তিক। তার মতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরপরই মুশফিক-রিয়াদের অবসর নেওয়া উচিত ছিলো।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকের কাছ থেকে দুই ম্যাচে মাত্র ২ রান পেয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ আরেক ক্রিকেটার রিয়াদ এক ম্যাচ খেলেছেন, সেটি খুব গুরুত্বপূর্ণ ছিলো। নিউজিল্যান্ডের কাছে হারলেই বিদায়, এমন সমীকরণের ম্যাচে মাত্র ৪ রান করে আউট হয়েছেন তিনি। এরপরই ক্রিকবাজের অনুষ্ঠানে আলাপকালে তাদেরকে নিয়ে কার্তিক বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য আমি বলবো হ্যাঁ, অবসর নেওয়া উচিত। তরুণদের খেলোয়াড় হিসেবে বেড়ে উঠার সুযোগ দিতে হবে। দুই বছরের মধ্যে দুটি ওয়ানডে টুর্নামেন্টে আপনি যদি দুই অথবা তিন ম্যাচ জিততে না পারেন, আপনাকে সত্যিই নতুন মুখের দিকে তাকাতে হবে। তখনই আপনি দল হিসেবে উন্নতি করবেন। একই খেলোয়াড়দের যদি ধরে রাখেন, আপনি হয়তো ঘুরেফিরে একই ফল পাবেন।’
তরুণদের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়ে কার্তিক বলেন, ‘মানসম্মত প্রতিভা রয়েছে। বারবার পরিবর্তন আনলে চলবে না, সময় দিতে হবে। তানজিদের মাঝের ওভারে জ্বলে উঠার পথ খুঁজে বের করা প্রয়োজন। তাওহিদ ভালো খেলোয়াড়। জাকের আলী মানসম্মত একজন। আন্তর্জাতিক মঞ্চের যোগ্য তারা, এটি অনুভব করাতে হবে তাদের। বোর্ডের পক্ষ থেকে সমর্থন দিয়ে যেতে হবে। সেটা খুব গুরুত্বপূর্ণ।’
মুশফিক-মাহমুদউল্লাহর অবসর নিয়ে তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ভেবেছিলাম, ২০২৩ বিশ্বকাপ শেষ হওয়ার পর মাহমুদউল্লাহ ও মুশফিক তাদের ক্যারিয়ারের ইতি টানবেন। কিন্তু তারা আরও খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি জানিনা আর কতদিন তারা খেলা চালিয়ে যেতে পারবেন। (খেললে) আমি খুব অবাক হব। কিন্তু তারা আমাকে অনেক অবাক করে। হয়তো তারা আরেকটু খেলবে। তবে আমি মনে করি, কোনো না কোনো সময় তাদের তরুণদের জন্য পথ খুলে দিতে হবে।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০