স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ছয় ম্যাচ জিতে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখল তারা। শনিবার (১৮ মে) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রান করে বেঙ্গালুরু। প্লে-অফে উঠতে হলে চেন্নাইকে ২০০ রানের মধ্যে আটকাতে হতো বেঙ্গালুরুকে। সেটাই করে দেখান দলটির বোলাররা। ২৭ রানের এই জয়ের ফলে বেঙ্গালুরুর পয়েন্ট হয় ১৪। চেন্নাইয়ের সমান পয়েন্ট হলেও নেট রানরেটের বিচারে প্রথম চার নিশ্চিত হয় কোহলিদের। শেষ ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন মাহেন্দ্র সিং ধোনি-ঋতুরাজ গায়কোয়াড়দের।
একেবারে তীরে এসে তরী ডোবা চেন্নাইয়ের অধিনায়ক শেষ চারে যেতে না পারার কারণ জানাতে গিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের অভাব টের পাওয়ার কথা বলেছেন। চলতি আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন বাংলাদেশী এই পেসার। ৯ ম্যাচে ২২.৭১ গড় আর ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন। বেঙ্গালুরুর কাছে হারার পর দলটির অধিনায়ক গায়কোয়াড় বলেছেন, ‘আমরা ফিজকে (মুস্তাফিজুর রহমান) মিস করেছি। চোটের কারণে (ডেভন) কনওয়েকে পাইনি, এটা পার্থক্য গড়েছে। মাতিশা পাতিরানার চোট ছিল। দলে যখন চোট থাকবে, স্কোয়াডে ভারসাম্য আনা কঠিন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post