স্পোর্টস ডেস্কঃ মাথিশা পাথিরানার এবারের আইপিএল যাত্রা শেষ। চলতি আইপিএলে আর দেখা যাবে না শ্রীলঙ্কান এই পেসারকে। গতকাল রাতে এক টুইটে তিনি নিশ্চিত করেছেন, এবারের টুর্নামেন্টে তাঁকে আর দেখা যাচ্ছে না। আইপিএলের শুরু থেকেই চোটের সঙ্গে লড়েছেন পাথিরানা। খেলতে পারেননি প্রথম ম্যাচেও। এরপর বেছে বেছে ম্যাচ খেলেছেন।
মূলত আইপিএলের আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়েছিলেন পাথিরানা। সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ছিলেন এই পেসার। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাথিরানা লিখেছেন, ‘বিদায় নেয়াটা কঠিন, এখন চেন্নাইয়ের ড্রেসিংরুমে আইপিএল শিরোপা দেখাই আমার একমাত্র ইচ্ছে। চেন্নাই থেকে যে ভালোবাসা পেয়েছি, দল থেকে যে আশীর্বাদ পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা।’
আইপিএলে পাথিরানা নিয়েছেন ৬ ম্যাচে ১৩ উইকেট, রান উৎসবের আইপিএলেও ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৬৮ করে। অন্যদিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। দলের দুই শীর্ষ বোলারকে ছাড়া ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতেছে চেন্নাই। তাদের এখনও ৩ ম্যাচ বাকি। ১০ মে গুজরাট টাইটান্স, ১২ মে রাজস্থান রয়্যালস ও ১৮ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে প্রতিযোগিতার রেকর্ড শিরোপাধারীরা। এদিকে জাতীয় দলের খেলা থাকায় আগেই চেন্নাই শিবির ছাড়েন মুস্তাফিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post