স্পোর্টস ডেস্কঃ আইপিএলে শুক্রবার রাতে হার দেখেছে চেন্নাই সুপার কিংস। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দলটি। আসরে তৃতীয় হারের পেছনে অনেকটা দায় আছে বোলার ও ফিল্ডারদের। ক্যাচ মিস ও ভালো বোলিং করতে না পারায়ই দলের হারের অন্যতম কারণ। এই ম্যাচে তেমন কিছু করতে পারেননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও।
৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। দলের গুরুত্বপূর্ণ সময়ে রান দিয়েছেন। নিজের চতুর্থ ওভারে ১৫ আর তৃতীয় ওভারে ১৩ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন। যদিও প্রথম দুই ওভার ভালোই করেছিলেন। তবে সব মিলিয়ে তেমন ভালো পারফরম্যান্স উপহার দিতে পারেননি মুস্তাফিজ। টাইগারদের এই পেসারের বোলিং নিয়ে হতাশ টম মুডি ও হার্শা ভোগলে। যদিও তারা মুস্তাফিজকে শুধু দায় দিচ্ছেন না। পিচ ও বাকি বোলারদের নিয়েও কথা বলেছেন।
টম মুডি বলেন, ‘মুস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভারপ্রতি দশের বেশি করে রান দিয়েছে। এমন বোলারদের কাছে আপনি কখনোই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল।’
এদিকে হার্শা ভোগলে বলেন, ‘চেন্নাই যখন ব্যাট করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিলো। আমার মনে হয়েছিল এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post