স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের কারণে স্বাগতিকদের কাছে পাত্তায়ই পায়নি জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। টাইগারদের পেস বোলিং অলরাউন্ডারকে মাঝে দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে ইনজুরির সাথে।
সাইফুদ্দিন ফিরলেও, একাদশে এখনও জায়গা নিশ্চিত নয়। কারণে বাংলাদেশ দলে ইনফর্ম অনেক পেসারই আছেন। মুস্তাফিজুর রহমান প্রথম তিন টি-টোয়েন্টিতে না খেলায়, সাইফুদ্দিন সহজেই ফিরতে পেরেছেন একাদশে। তবে তার ফেরার পর জায়গা নিশ্চিত নয়, সাইফুদ্দিনের। আর সেটা নিজে থেকেই মানছেন এই ক্রিকেটার।
প্রথম টি-টোয়েন্টি শেষে সাইফুদ্দিন জানিয়েছেন, ‘সত্যি বলতে, আজ অনেক নার্ভাস ছিলাম। এর আগে কখনও এতটা নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু এক দুই ম্যাচ পরে ফিজ আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কী হবে, না হবে ম্যানেজমেন্ট ভালো জানে।’
‘তারপরও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি ভালোটা দেয়ার। মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগত।’ যোগ করেন এই অলরাউন্ডার।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে দারুণ ছিলেন সাইফুদ্দিন। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post