স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ ক্রিকেটের দল ওয়াশিংটন ফ্রিডমের কোচের দায়িত্ব পেলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ইতোমধ্যে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করছেন। এবার তিনি নাম লেখালেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে। গত মৌসুমে ওয়াশিংটনের কোচ ছিলেন গ্রেগ শিপার্ড। প্রথম মৌসুমে দলটিকে তৃতীয় স্থানে এনে দেন শিপার্ড। তবে এবার তাকে সরিয়ে অজি কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংকে চুক্তি করাল ফ্র্যাঞ্চাইজি দলটি। এক সময় পন্টিংয়ের মেন্টর ছিলেন শিপার্ড।
ওয়াশিংটনের জেনারেল ম্যানেজার মাইকেল ক্লিঙ্গার বলেছেন, পন্টিংয়ের অন্তর্ভুক্তি যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘রিকি তার খেলার দিনগুলোয় বিশ্বের সবচেয়ে পরিচিত ও সমীহ জাগানিয়া ক্রিকেটারদের একজন ছিলেন। আর এখন তিনি বৈশ্বিক অঙ্গনে সবচেয়ে শ্রদ্ধা পাওয়া কোচদের একজন। শুধু ওয়াশিংটন ফ্রিডমের জন্য নয়, মেজর লিগ ক্রিকেট ও উত্তর আমেরিকার ক্রিকেটের জন্যও এটা দারুণ ব্যাপার। খেলোয়াড়েরা রিকির জন্য খেলতে চায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post