স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ ক্রিকেট (এমএলসি) শুরু হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেট পাড়ায় নতুন শোরগোল। বিশ্বের নামদামি সব তারকারাই খেলবে এই লিগে। মুলত এই লিগে ফ্র্যাঞ্চাইজি মালিকরা আইপিএলের দলগুলোরও মালিক। যার ফলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তারকাদেরই দেখা যাবে।
শুধুমাত্র তারকা ক্রিকেটারই নয়, কোচিং স্টাফেও তারকাদের দেখা যাবে। এমএলসিতে এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী এই পেসারকে দেখা যাবে ওয়াশিংটন ফ্রিডমের ডাগআউটে। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি।
এই দলে খেলবেন দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া, মার্কো জেনসেন, নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনের মতো তারকা পেসাররা। তাদের দায়িত্বে দেখা যাবে ডেল স্টেইনকে। এছাড়াও দলটিতে আছেন গ্লেন ফিলিপস, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো ক্রিকেটাররা। এই দলের অধিনায়কত্বে দেখা যাবে অস্ট্রেলিয়ার ময়সেস হেনরিকুইসকে।
ওয়াশিংটন ফ্রিডমের প্রধান কোচ হিসেবে আছেন গ্রেগ শিপার্ড। বর্তমানে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন এই অস্ট্রেলিয়ান। এর আগে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হিসেবে কাজ করছেন।
এবারই প্রথম নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ অভিজ্ঞ পেস বোলিং কোচ স্টেইন। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কাজ করছেন। এছাড়া একই ফ্র্যাঞ্চাইজির মালিকাধীন দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির দল সানরাইজার্স ইষ্টার্ন ক্যাপের বোলিং কোচ ছিলেন। এবার এমএলসিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post