স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন হুট করেই তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অবসর নেওয়ার পরদিনই আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরে আসেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করা পর, তাঁর পরামর্শে সিদ্ধান্ত পাল্টে ফেলেন এই বাঁহাতি ওপেনার।
প্রধানমন্ত্রীর কাছে তামিমের যাওয়ার মাধ্যম ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। এই তারকার মাধ্যমে তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। মাশরাফী নিজেই তামিমকে সঙ্গে করে গণভবনে যান। তামিমের সাথে যখন কথা বলেন প্রধানমন্ত্রী, মাশরাফীও সামনে ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তখন তামিম আবদার করেন, মাশরাফীকে আগামী ২০২৩ বিশ্বকাপে মেন্টর হিসেবে চাওয়ার। তবে মেন্টর ইস্যুতে মাশরাফী কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে স্পষ্ট কোনো উত্তর মেলেনি। বিষয়টি ঝুলছে এক প্রকার।
এবার মাশরাফী সরাসরি মুখ খুলেছেন। তবে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, মেন্টর হয়ে লাভ কী? এই দলে মেন্টরের কাজটা কী আসলে? আপাতত এসব কিছু নিয়ে ভাবছেন না ম্যাশ। সময়ের উপরই বিষয়টি ছেড়ে দিয়েছেন তারকা পেসার।
গণমাধ্যমকে মাশরাফী বললেন, ‘মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো… অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। সেরকম পরিস্থিতি এলে (যদি প্রয়োজন হয়), সেরকম হলে তখন বলা যাবে।’
‘এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না’। যোগ করেন ম্যাশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post