স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের শুরুতেই বড় এক তারকাকে হারিয়েছে। হাঁটুর ইনজুরিতে আসর থেকে ছিটকে গেছেন গুজরাট টাইটান্সের ক্রিকেটার কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের অধিনায়কের চলতি আইপিএলে খেলা হচ্ছে না।
মূলত আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে চেন্নাই প্রথম ইনিংসে ব্যাট করছিল। ১৩তম ওভারে ডিপ স্কয়ার লেগে একটি ছয় বাঁচিয়ে ক্যাচ বানাতে গিয়ে বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়েন উইলিয়ামসন। ছয় বাঁচাতে সক্ষম হলেও, বাউন্ডারি লাইনে বেশ আঘাতপ্রাপ্ত হন এই তারকা।
পরবর্তীতে উইলিয়ামসনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যান করে ফলাফল ভালো আসেনি। আসর থেকে ছিটকে গিয়ে নিজ দেশে ফিরে যান উইলিয়ামসন। নিজ দেশে ফিরে আরও বড় দুঃশ্চিন্তা দেখা দেয়। চলতি বছরের অক্টোবরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলার অনিশ্চয়তা। জানা গেছে, আসর থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন উইলিয়ামসন।
তবে সেটি মানতে নারাজ নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। তিনি জানিয়েছেন, এখনও অনেক দেরী আছে। আর উইলিয়ামসনের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। পুনর্বাসন প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। তাই এখনই ছিটকে গেছেন, সেই কথা বলতে নারাজ তিনি। একইসাথে বিশ্বকাপে ক্রিকেটার হিসেবে যেতে না পারলে, মেন্টর হিসেবে দলের সাথে যাওয়ার সুযোগ থাকছে বলে জানিয়েছেন কিউইদের কোচ।
উইলিয়ামসনের ছিটকে যাওয়া প্রসঙ্গে গ্যারি স্টেড বলেন, ‘এখনই বলা কঠিন। কারণ, অনেক সময় বাকি আছে। কিছুদিন আগে তার অস্ত্রোপচার হয়েছে। আর আমরা জানি সেটা সফল হয়েছে। সে এখন পুনবার্সন প্রক্রিয়ার একেবারে শুরুর ধাপে রয়েছে। তার পায়ে এখনও ব্যান্ডেজ রয়েছে। সব ঠিকঠাকই চলছে। আমরা কেনকে (উইলিয়ামসন) পর্যবেক্ষণ করছি। সে বিশ্বকাপ খেলবে সেটা এখনও অনিশ্চিত। কিন্তু তার যোগ্যতা, সক্ষমতার কারণে এখনই বাদ বলতে চাই না। এটা দ্রুত বলা হয়ে। এখনও সম্ভাবনা (বিশ্বকাপ খেলার) আছে।’
এসময় বিশ্বকাপে না খেলতে পারলে, মেন্টরের ভূমিকায় উইলিয়ামসন থাকতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে গ্যারি স্টেড বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post