নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের বড় ম্যাচে আজ মুখোমুখি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে বরিশাল। নির্ধারিত ২০ ওভারে তারা পুঁজি পেয়েছে ১৯৭ রানের।
টস হেরে আগে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালো শুরু পায় বরিশাল। দুজনের ৮১ রানের ওপেনিং জুটি ভাঙ্গে শান্তর বিদায়ে। ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন এই বাঁহাতি ব্যাটার। তিনে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন কাইল মেয়ার্স। ক্যারিবিয়ান এই ব্যাটার দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন এই ম্যাচে।
১৮ বলে ২৩ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ২ রানের বেশি করতে পারেন নি। তবে শেষদিকে ক্যামিও ইনিংস খেলেন বরিশালের ফাহিম আশরাফ। মাত্র ৬ বলে ২০ রান করেন এই পাকিস্তানি ক্রিকেটার। আর মেয়ার্স খেলেন ইনিংস সর্বোচ্চ ৬১ রান। মাত্র ২৯ বলে ৭ ছক্কা ও ১ চারে এই ইনিংস সাজান তিনি। রংপুরের হয়ে বল হাতে ২ উইকেট নেন কামরুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০