স্পোর্টস ডেস্ক:: আলোচনা সমালোচনার মধ্যেই বাফুফের সহ-সভাপতি এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন, অলিম্পিকের বাছাইয়ের জন্য মেয়েদের মিয়ানমার পাঠানোর টাকা দেওয়ার যোগতার তার নিজেরই আছে। কিন্তুু তিনি জানেনই না যে অর্থের অভাবে মেয়েদের অলিম্পিকের বাছাইয়ে পাঠানো হয়নি।
বাফুফের এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ফেডারেশনের মধ্যেই যোগাযোগ সমন্বয়হীনতা আছে। টাকার অভাবে যে মেয়েদের পাঠানো হয়নি সেটা তাকে জানানো হয়নি। জানলে তিনি নিজেই ব্যবস্থা করতে পারতেন।
মেয়েদের মিয়ানমারের সফরের টাকা দেওয়ার সামর্থ্য তার নিজেরই আছে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যোগাযোগ সমস্যা এবং ভুল বুঝাবুঝি হয়েছে। চ্যাম্পিয়ন একটা দল বাইরে খেলতে যাবে সেই টাকা জোগাড় হবে না, সেটা হতেই পারে না। এই টুর্নামেন্ট সম্পর্কে যদি আমাকে জানাতো তাহলে সেই অর্থ দেওয়ার যোগ্যতা কিন্তুু আমার ছিল। ’
বাফুফে এতোটা দুর্বল নয় যে টাকা ম্যানেজ হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অনেক টানাটানি আছে, কিন্তুু এতোটাও নেই যে, এই দলকে আমরা বাইরে পাঠাতে পারব না। আমরা অর্থের দিক দিয়ে এতোটা দুর্বলও না। তা না হলে ছেলে-মেয়েরা এতো টুর্নামেন্ট খেলতে পারতো না।’
তাহলে কি ফেডারেশন ফাইন্যান্স কমিটিকে না জানিয়েই সরকারকে টাকার জন চিঠি দিয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে যেহেতু অলিম্পিক জড়িত ছিল, তাই হয়তো ফেডারেশন আর অলিম্পিক সেই সিদ্ধান্ত নিয়েছে। আমাকে জানায়নি। আমি কোনোও ভাবে এই বিষয়ে অবহিত ছিলাম না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post