স্পোর্টস ডেস্কঃ ঐতিহ্যবাহী মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি লড়ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দাপট অজিদের। যার ফলে দলটি এগিয়ে আছে ১২৪ রানে। ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান অনেকটাই পিছিয়ে।
আগের দিন পুরোপুরি ৯০ ওভার খেলা হয়নি। বৃষ্টির বাঁধায় শেষ পর্যন্ত খেলা হয়েছে ৬৬ ওভার। যেখানে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিক অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছিল। মার্নাস ল্যাবুশানে ৪৪ রানে ও ট্রেভিস হেড ৯ রান করে অপরাজিত ছিলেন দিন শেষে।
সেখান থেকে আজ আবারও তারা ব্যাট করতে নামেন। তবে তাদের জুটি খুব বেশি দূর এগোয়নি। আর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৯৬.৫ ওভারে ৪ উইকেটে ৩১৮ রানে। দলের পক্ষে ৫ বাউন্ডারিতে ১৫৫ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন মার্নাস ল্যাবুশানে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে উসমান খাজার ব্যাট থেকে। মিচেল মার্শ করেন ৪১ রান।
পাকিস্তানের হয়ে আমির জামাল ৩টি উইকেট শিকার করেন। শাহীন শাহ আফ্রিদি, মীর হামজা ও হাসান আলি ২টি করে উইকেট শিকার করেন।
৩১৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান বেশ ভুগেছে। ৩৪ রানে উদ্বোধনী জুটি ভেঙে ফিরেন ওপেনার ইমাম উল হক। এরপর আব্দুল্লাহ শফিক ও শান মাসুদ মিলে দারুণ জুটি গড়েন। কিন্তু তাদের ৯০ রানের জুটি ভাঙতেই বিপদে পড়ে সফরকারীরা।
শফিক ও মাসুদ দুজনই ফিরে যান, সঙ্গে রান পাননি বাবর আজম (১), সৌদ শাকিল (৯), আঘা সালমানরা (৫)। ১০৯ বলে ৫ বাউন্ডারিতে ৬২ রান করেন শফিক। ৭৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৪ রান করে আউট হন অধিনায়ক মাসুদ। শেষ পর্যন্ত পাকিস্তান ৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানে দিন পার করে। মোহাম্মদ রিজওয়ান ২৯ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গে ২ রান করে অপরাজিত আমির জামাল।
অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক প্যাট কামিন্স ৩টি উইকেট শিকার করেন। নাথান লায়ন ২টি ও জস হ্যাজেলউড ১টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post