স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনার জার্সিতে আবারো মেসিকে দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা দলে মেসি নেই। বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে তাই আগামি দুই ম্যাচে দেখা যাবে না মেসিকে।
আর্জেন্টিনা কোচ ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন। সেই দলে নেই লিওনেল মেসি। লিওনেল স্কালোনির দলে মেসি না থাকার কারণ ইনজুরি। মেজর লিগের গত ম্যাচে দুর্দান্ত এক গোল করেছিলেন মেসি। এরপরই তিনি আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিলো। তবে ওই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন তিনি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে চোট পাওয়ায় আর্জেন্টিনা দলে নেই তিনি।
সোমবার বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলে মেসি না থাকার খবর চমক হয়ে এসেছে। কেননা বাংলাদেশ সময় সোমবার সকালে হওয়া ইন্টার মায়ামির ম্যাচের পুরো ৯০ মিনিটই খেলেন মেসি। করেন দারুণ এক গোলও।
স্কালোনি বিশ্বকাপ বাছাইয়ের জন্য মেসিকে নিয়েই গত ২ মার্চ ৩৩ জনের প্রাথমিক দল দিয়েছিলেন।তবে চূড়ান্ত দল থেকে বাদ পড়লেন এই তারকা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আর্জেন্টাইন গণমাধ্য ‘টিওয়াইসি স্পোর্টস’ তাদের প্রতিবেদনে জানিয়েছেন, আটলান্টার বিপক্ষে ম্যাচে চোট পান মেসি। চোটের পর তিনি খেলা চালিয়ে গেলেও আর ফ্রি কিক নেননি। পুরোপুরি ফিট না থাকায় এবার ছিটকেই গেলেন তিনি।
এর আগে গত সেপ্টম্বরেও ইনজুরির জন্য বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলতে পারেননি মেসি। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। তিন দিন পর ঘরের মাঠে লড়াই ব্রাজিলের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০