স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমে এবার বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো ইন্টার মায়ামিকে। যুক্তরাষ্ট্রের মেজর লিগে আটলান্টা ইউনাইটেড ইন্টার মায়ামিকে হারিয়েছে ৫-২ গোলের বড় ব্যবধানে।
ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে ছুটিতে গিয়ে ছিলেন লিওনেল মেসি। আগের দু’টি ম্যাচও খেলেননি। তবে সেসব ম্যাচে খুব একটা ভুগতে হয়নি মায়ামিকে। এবার আটলান্টা ইউনাইটেড মেসি বিহীন মায়ামিকে গুনে গুনে এক হালি এক গোল দিয়েছে।
প্রথমার্ধেই দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করতে হয়েছে মায়ামিকে। বিপরীতে দুই অর্ধে দুই গোল শোধও দিয়েছে দলটি। তবে দিন শেষে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। গত দুই মাসে মেসিকে নিয়ে সব ম্যাচে অপরাজিত মায়ামি এবার তাঁকে ছাড়া বড় হার দেখল।
ম্যাচের শুরুতে লিড নিয়েছিল মায়ামি। মেসির বদলে গত ম্যাচে জয় এনে দিয়েছিলেন লিওনার্দো কাম্পানা। এই ম্যাচেও জ্বলে ওঠেন তিনি। ২৫ মিনিটে তার গোলেই এগিয়ে যায় মায়ামি। গোল হজমের পর জ্বলে ওঠে আটলান্টা। ৩৬ থেকে ৪৪ এই ৮ মিনিটে মায়ামির জালে তিন বার বল ঢোকে।
৩৬ মিনিটে ট্রিসান মুয়াম্বা আর ৪৪ মিনিটে গোল করেন ব্রুক লেনন। মাঝে ৪১ মিনিটে আত্মঘাতী গোল করেন মায়ামির কামাল মিলার। বিরতির পর ৫৩ মিনিটে এক গোল শোধ দেয় মায়ামি। গোলটি আসে পেনাল্টি থেকে। কাম্পানা গোল করেন। এরপর ৭৪ আর ৮৯ মিনিটে আবার গোল পায় আটলান্টা। জর্জিয়াস গিয়াকোমাকিস এবং টেইলর ওল্ফের গোল দু’টি করেন।
এই হারের পর ২৭ ম্যাচে ৯ জয়, ৪ ড্র এবং ১৫ হার নিয়ে ১৫ দলের তালিকায় ১৪ নম্বরে আছে মায়ামি। তাদের নিচে আছে শুধু এফসি টরন্টো, যাদের পয়েন্ট ২৫। এই হারে প্লে-অফ অবস্থানের সঙ্গেও ব্যবধানটা আরও বাড়ল। ৯ নম্বরে থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৭। মায়ামির হাতে এখন ৭ ম্যাচ আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post