স্পোর্টস ডেস্কঃ ক্লাবের অনুমতি না নিয়ে বিদেশ সফর করায় লিওনেল মেসি নিষিদ্ধ ছিলেন। সমালোচনার মুখে পিএসজি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার ফেরার ম্যাচে লিগ ওয়ানডে পিএসজি জিতেছে বড় ব্যবধানে।
পিএসজির বড় জয়ের ম্যাচে মেসি অবশ্য গোল পান নি। জোড়া গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ফরাসি ক্লাবটির অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়া মেসি দুই সপ্তাহ নিষিদ্ধ ছিলেন। কিন্তুু দিন পাঁচে যেতে না যেতেই বিশ্ব ফুটবলের এই বড় তারকাকে ফিরিয়ে আনে ক্লাব। অনুশীলনে ফেরায়। এবার আজাকসিওর বিপক্ষে একাদশেও নেয় তাকে।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা অবশ্য সুখের হয় নি মেসির। গতরাতের ম্যাচে যখনই তাঁর পায়ে বল গেছে, দুয়ো দিয়েছে পিএসজির সমর্থকরা। মেসির দুয়ো শোনার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও পিএসজির সমর্থকেরা দুয়ো দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে।
এই প্রসঙ্গে দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে জানালেন, তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলেও খেলায় মনোযোগ হারাননি মেসি। এই কোচ বলেন, ‘মেসিকে দুয়ো দেওয়া হচ্ছিল। তবে দ্রুতই স্টেডিয়ামের বড় অংশের দর্শকরা লিওর সমর্থনে সরব হয়। এতে দুয়োধ্বনি চাপা পড়ে যায়। সে খেলাকে প্রাণবন্ত করার ও সুযোগ বানানোর আকাঙ্ক্ষাতে মনোযোগী ছিল। সে এসবে (দুয়ো শোনা) অভ্যস্ত। কারণ, নিজের ক্যারিয়ারে তাকে কঠিন সব পরিস্থিতিতে পড়তে হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post