স্পোর্টস ডেস্কঃ বর্তমানে ফুটবল বিশ্বে অন্যতম আলোচনার ইস্যু, লিওনেল মেসির পিএসজি ছাড়া ও আবারও বার্সেলোনায় ফেরা। চলতি মৌসুমের পরই পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। এখনও ক্লাবটির সাথে চুক্তি নবায়ন করেননি এই আর্জেন্টাইন সুপারস্টার।
মেসির বার্সায় ফেরা নিয়ে বেশ জোরেশোরে আলোচনা চলছে। কাতালান সমর্থকরাও আশায় বুক বেঁধে আছেন এতে। সবশেষ গতকাল জিরোনার বিপক্ষে লা লিগার ম্যাচে ক্যাম্প ন্যু’তে সমর্থকরা মেসির নাম নিয়ে প্রকম্পিত করে তুলেন গ্যালারি। ম্যাচের দশ মিনিটে হুট করে গ্যালারিতে এই রব উঠে।
এর আগে কোপা ডেল রে’র সেমি ফাইনালেও একই রব উঠেছিল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’ ম্যাচে এই আলোড়ন উঠে। ম্যাচের সেই দশম মিনিটেই মেসি, মেসি চিৎকার দিয়ে উঠেন সমর্থকরা। ব্যানার-প্লে কার্ড হাতেও মেসির নাম ছিল। দশম মিনিটে এটা করার কারণ, মেসির জার্সি নাম্বার ‘১০’।
সমর্থকদের এই চাহিদার কথা অজানা নয় বার্সা কোচ জাভি হার্নান্দেজেরও। তবে এই ব্যাপারে তেমন কোনো মন্তব্য করতে এখনই রাজি না মেসির সাবেক সতীর্থ। জানিয়েছেন, দেখা যাক কী হয়। পুরোটাই ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। আপাতত নিজেদের লিগ ট্রফি জয়ের দিকেই নজর তাদের।
এই ব্যাপারে জাভি বলেন, ‘লিও (মেসি) নামটি অবশ্যই রোমাঞ্চ জাগানিয়া। গেল দুই ম্যাচ ধরে তারা (সমর্থকরা) লিওর নামে গান ধরছে। দেখা যাক, এটি হয় কি না (মেসির পুনরায় বার্সায় ফেরা)। আপাতত আমাদেরকে মনোযোগ দিতে হবে মৌসুমের বাকি অংশে। শেষের কাজ ঠিকঠাক করতে পারি যেন। এখনও আমরা লিগ জিতে যাইনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post