স্পোর্টস ডেস্ক:: আগের ম্যাচগুলো খেলেছেন বদলী নেমে। গত ম্যাচে নেমেই জোড়া গোল করেছিলেন মার্টিনেজ। এবার পেরুর বিপক্ষে একাদশে নেই লিওনেল মেসি। কোচ স্কালোনি আগেই নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় বিশ্রাম দিয়ে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ককে।
মেসি না থাকায় পেরুর বিপক্ষে তাই শুরু থেকেই একাদশে লাউতারো মার্টিনেজ। আর তাতেই আর্জেন্টিনার জয়ের নায়ক তিনি। আবারো করলেন জোড়া গোল। শেষ দুই ম্যাচের গোলের হালি মার্টিনেজের।
সব আলো যেনো একাই কেড়ে নিয়েছেন মার্টিনেজ। অধিনায়ক মেসির অনুপস্থিতি বুঝতেই দেননি সতীর্থদের। দারুণ ফিনিশিংয়ে দুই গোল করে ম্যাচ বের করেন মার্টিনেজ। বিরতির পর খেলার শুরুতেই আর্জেন্টিনাকে লিড এনে দেন তিনি। ম্যাচের ৪৭তম মিনিটে তার গোলেই আর্জেন্টিনায় এগিয়ে যায় ১-০ গোলে।
পিছিয়ে পড়া পেরু গোল শোধ করতে না পারলেও রক্ষণাত্মক খেলতে থাকে। স্কালোনির দলকে তাই ব্যবধান বাড়ানোর জন্য অপেক্ষা করতে হয় শেষ সময় পর্যন্ত। ম্যাচ শেষের মিনিট দুই আগে ৮৮তম মিনিটে মার্টিনেজ জোড়ো গোল পূর্ণ করেন। তাতেই আর্জেন্টিনার ২-০ গোলের জয় নিশ্চিত হয়।
চার ম্যাচর সবক’টি জিতে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ১২ পয়েন্ট নিয়ে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ কানাডা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post