স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। এ ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। সবশেষ টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে মায়ামি। যার প্রতিটিতেই গোল কিংবা সহায়তায় অবদান রেখেছেন মেসি। আর আজ আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়া খেলতে নেমে প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করেছে মায়ামি।
অরল্যান্ডোর বিপক্ষে মেসি না থাকলেও একাদশে ছিলেন ফর্মে থাকা লুইস সুয়ারেজ। যিনি চলতি মৌসুমে ১১টি গোল করেছেন। অরল্যান্ডো সিটির বিপক্ষে আজ বেশকিছু সুযোগও তৈরি করেছিলেন তিনি। তবে গোল করতে পারেননি। গোল করার সুযোগ পেয়েছিল অরল্যান্ডো সিটিও। ম্যাচের ৩২ মিনিটে মার্টিন ওজেডারের শট ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার । তার পড়ের মিনিটে লুইস মুরিয়েলের জোড়াল শটও আকটে দেন তিনি।
তবে ম্যাচের ফলের চেয়ে বেশি মেসির ইনজুরি নিয়ে চিন্তায় রয়েছেন মায়ামি কোচ। চলতি মৌসুমে এ নিয়ে ইনজুরির কারণে ৫ ম্যাচ খেলতে পারেননি মেসি। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিনসিনাটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post