স্পোর্টস ডেস্ক:: বছরের শেষ ম্যাচে ব্রাজিল জিততে না পারলেও আর্জেন্টিনা জয় দিয়ে বছর শেষ করেছে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে দুই দলই পৃথক ম্যাচে মাঠে নেমেছিলো। ব্রাজিল ‘ড্র’ করেছে উরুগুয়ের বিপক্ষে। লিওনেল মেসির আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে পেরুকে।
বুধবার সকালে অনুষ্টিত ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্তই খেলেছে। লিওনেল মেসি এসিস্টের রেকর্ড করেছেন। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের ৫৮টি এসিস্ট করলেন তিনি। যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ এসিস্টের রেকর্ড এটি। এর আগে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার সমান এসিস্ট করেছেন আমেরিকার লান্ডন দোনোভান। সব মিলিয়ে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে পেরুকে আতিথেয়তা দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। বুয়েনসে এইরেসে সমর্থকদের জয় উপহার দিতে ভুল করেনি লিওনেল স্কালোনির দল। ম্যাচে লিওনেল মেসি গোল করতে না পারলেও একমাত্র গোলে রেখেছেন অবদান। তার এসিস্ট থেকেই গোল পেয়েছে আর্জেন্টিনা।
শেষ পর্যন্ত হেরে গেলেও পেরু স্বাগতিকদের সঙ্গে ভালোই লড়াই করেছে। টান টান উত্তেজনার ম্যাচটির প্রথমার্ধ থেকে যায় গোল শুন্য। আর্জেন্টিনা নিজেদের মাঠেও লিড নিতে পারেনি প্রথমার্ধ। মেসিদের আটকে রেখে পেরুও গোলের দেখা পায়নি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে তাই বিরতিতে যায় দুই দল।
বিরতির পরই আর্জেন্টিনা আক্রমণ বাড়িয়ে দেয়। একের পর এক আক্রমণে দিশেহারা করে পেরুকে। ম্যাচের ৫৫তম মিনিটে মেসির পাস থেকে পাওয়া বলে দর্শনীয় এক গোল করেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
পিছিয়ে পড়া পেরু ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। বেশ কয়েকটি আক্রমণও করে দলটি। তবে আর্জেন্টাইনদের রক্ষণে চিড় ধরাতে পারেনি। মেসিরাও ব্যবধান আর বাড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে পাওয়া একমাত্র গােলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০