স্পোর্টস ডেস্কঃ আবারও এক ক্লাবের হয়ে খেলবেন লিওনেল মেসি ও লুই সুয়ারেজ। সাবেক দুই বার্সেলোনা ফরোয়ার্ডের ঠিকানা ইন্টার মায়ামি। গত মৌসুমে পিএসজি থেকে মেজর লিগ সকারের দলটিতে নাম লেখান আর্জেন্টাইন মহাতারকা মেসি। এবার সেখানে যোগ দিলেন সুয়ারেজও। শুক্রবার উরুগুয়ের এই ফরোয়ার্ডের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে মায়ামি। সুয়ারেজের সঙ্গে দলটির চুক্তিটা এক বছরের।
মায়ামির মালিকদের একজন হোর্হে মাস বলেন, ‘আমাদের ক্লাবে বিশ্বমানের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। লুইস দুর্দান্ত একজন প্রতিদ্বন্দ্বী। ব্রাজিলে পুরস্কার জেতা একটি মৌসুম শেষ করে আসা লুইস আমাদের দলে গুরুত্বপূর্ণ এক অন্তর্ভুক্তি।’
৬ মৌসুম খেলার পর ২০২০ সালে বার্সেলোনা ছাড়েন সুয়ারেজ। স্প্যানিশ ক্লাবটির হয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেন তিনি। এ সময়টায় লিওনেল মেসির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল তার। তার গোলের বেশিরভাগ অ্যাসিস্টই ছিল মেসির। অন্যদিকে প্রায় দেড় যুগের সম্পর্কের ইতি টেনে ক্লাবের সর্বকালের সেরাদের একজনের তকমা নিয়ে ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। একই দলের আক্রমণভাগে মেসি ও সুয়ারেজ একসঙ্গে থাকা মানে প্রতিপক্ষের জন্য মহাবিপদ সংকেত ধেয়ে আসা। তবে দুজনই ৩৬ বছরের কোটা পার করেছেন। এ বয়সে তারা কতটা যুক্তরাষ্ট্রের মাটিতে আলো ছড়াতে পারেন, সেটাই এখন দেখার বিষয়
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post