স্পোর্টস ডেস্ক:: বার্সায় জুটি ছিলেন দু’জনেই। মেসি-সুয়ারেজ দু’জন দারুণ বন্ধু। পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। সেই ক্লাবে এবার কারা কারা তার সঙ্গী হন সেটা নিয়ৈ চলছে নানা জল্পনা-কল্পনা।
অনেকেই মেসির সঙ্গে দেখছেন তার বন্ধু লুইস সুয়ারেজকে। বার্সার এই জুটিকে ইন্টার মিয়ামিতে দেখা যাবে এমন গুঞ্জন উঠেছে। অবশেষে এনিয়ে মুখ খুলেন সুয়ারেজ নিজেই। ক্যাম্প ন্যুতে সাফল্যের চূড়ায় উঠা এই জুটির মিয়ামিতে দেখার সম্ভাবনা যে নেই সেটাই তিনি জানিয়ে দিলেন।
বছরের শুরুতে সুয়ারেজ ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে যান। ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে। বার্সা ছেড়ে নিজ দেশের ক্লাব নাসিওনালে ছিলেন তিনি। সেখান থেকে গ্রেমিওতে গিয়ে বেশ ভালোই আছেন। চুক্তির মেয়াদ ফুরাবার আগে তার দল পরিবর্তনের ইচ্ছে নেই সেটাও জানিয়েছেন।
মেসির সঙ্গে মিয়ামিতে খেলা হবে না জানিয়ে লুইস সুয়ারেজ বলেন, ‘এটা অসম্ভব। আমি গ্রেমিওতে খুব ভালো আছি। এখানে আমার ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তি আছে।’
ব্রাজিলিয়ান ক্লাবটিতে তিনি বেশ ভালো আছেন। এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছেন। তাতে গোল করেছেন ১৪টি। চুক্তির মেয়াদ ২০২৪ পূর্ণ করেই ক্যারিয়ারের পরবর্তী সিদ্ধান্ত নেবেন উরুগুয়ের এই তারকা। আপাতত তাই বন্ধু মেসির সঙ্গে তার জুটি হচ্ছে না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post