স্পোর্টস ডেস্ক:: ফরাসি লিগে চ্যাম্পিয়ন হলো পিএসজি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির গোলে লিগ শিরোপা নিশ্চিত হলো ক্লাবটির। ‘রেকড; গড়েই চ্যাম্পিয়ন হলো ফরাসি জায়ান্টরা। টানা দ্বিতীয় লিগ শিরোপার পাশাপাশি একাদশ শিরোপা ঘরে তুললো ক্লাবটি।
চ্যাম্পিয়নের জন্য শেষ দুই ম্যাচে মেসি-এমবাপেদের প্রয়োজন ছিলো মাত্র এক পয়েন্ট। স্ট্রাসবুর্গের বিপক্ষে ‘ড্র’ করলে বা জিতলেই তা হয়ে যেতো। লিওনেল মেসির গোলে ১-১ ‘ড্র’য়ে মাঠ ছেড়েছে ফরাসি ক্লাবটি। তাতেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে তাদের।
ফরাসি লিগে সর্বোচ্চ ১০ বার শিরোপা জয়ের রেকর্ড ছিলো সাঁত এতিয়েনের। সেই ‘রেকর্ড’ টপকে ১১তম বার শিরোপা জিতলো পিএসজি। ৩৭ ম্যাচে মেসিদের পয়েন্ট ৮৫। ২৭ জয়ের সঙ্গে আছে চার ‘ড্র’। দ্বিতীয় স্থানে থাকা লঁসের পয়েন্ট ৮১।
টেবিল তলানির দল স্ট্রাসবুর্গ বেশ ভুগিয়েছে মেসিদের। মাঠের লড়াইয়ে পিছিয়ে থাকলেও প্রথমার্ধ পর্যন্ত নিজেদের জাল ‘অক্ষত’ রাখে দলটি। ম্যাচে ৬৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা পিএসজি প্রথমার্ধে গোল করতে পারেনি। চ্যাম্পিয়নদের ৭৩০ পাসের বিপরীতে ৩৬৯ পাস দিয়ে ম্যাচ শেষ করা ক্লাবটি প্রথমার্ধ পর্যন্ত নিজেদের জাল নিরাপদ রাখে। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে তাই বিরতিতে যেতে হয় মেসিদের।
বিরতির পরপরই স্ট্রাসবুর্গের প্রাচীর ভেঙে দেন লিওনেল মেসি। ম্যাচের ৫৯তম মিনিটে কিলিয়ান এমবাপের পাস থেকে পাওয়া বল জালে পাঠান তিনি। ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুুতি নিচ্ছিলেন এমবাপেদের সমর্থকেরা। কিন্তুু সেটা আর হয়নি।
ম্যাচ শেষের মিনিট পনেরো আগে সমতায় ফেরে স্ট্রাসবুর্গ। ম্যাচের ৭৬তম মিনিটে বদলী নামা কেভিন গেমিরো চার মিনিটের মধ্যেই গোল করে সমতা আনেন। ৭৯তম মুিনিটে তার গোলেই আটকে যায় মেসিদের জয়। ১-১ গোলের সমতায় থাকা ম্যাচে ক্রিস্তোফ গালতিয়ের দল আর ব্যবধান বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post