স্পোর্টস ডেস্ক:: ইন্টার মিয়ামির বড় তারকা লিওনেল মেসি থাকলেন গোলহীন। করতে পারলেন না কোনো অ্যাসিস্টও। ইন্টার মিয়ামিও তাই জেতা হয়নি। এমএলএসের ইন্টার্ন কনফারেন্সের প্লে-অফের প্রথম রাউন্ডের ম্যাচে আটলান্টার কাছে ২-১ গোলে হারতে হয়েছে মিয়ামিকে।
শেষ মূহুর্তের গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি। অথচ ম্যাচটির শুরুতে মেসির দল ইন্টার মিয়ামিই লিড নিয়েছিলো। প্রথমার্ধের লিড নেওয়া দলটি দ্বিতীয়ার্ধে আর লিড ধরে রাখতে পারেনি। সমতায় ফেরে আটলান্টা। সমতায় থাকা ম্যাচের শেষ মূহুর্তে আটলান্টা দারুণ গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে।
আটলান্টার মাঠে জিতলেই নিশ্চিত হয়ে যেত এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে–অফে ইন্টার মায়ামির সেমিফাইনাল। তবে হেরে যাওয়ায় অপেক্ষা করতে হবে সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত। তিন ম্যাচের প্লে অফের সিরিজে এখন ১-১ সমতা রয়েছে।
মিয়ামির ঘরের মাঠে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আটলান্টা-মিয়ামির যারা জিতবে ম্যাচটি, তারাই যাবে সেমিফাইনালে। আগের ম্যাচটি জেতায় আজকের ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতো মেসিদের। তবে বড় তারকার নিষ্প্রাণ থাকার দিনে জেতা হয়নি তাদের। ম্যাচের একদম শেষ মূহুর্তে গোল হজম করে বসে মিয়া। ৯৪ মিনিটের গোলে লিওনেল মেসির দলকে ২-১ ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস) তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে আটলান্টা।
আটলান্টার মাঠে প্রথমে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। ম্যাচের ৪০তম মিনিটে ডেভিড মার্টিনেজের গোলে মায়ামি লিড নেয় ১-০ গোলে। পিছিয়ে পড়া আটলান্টা আর সমতায় ফিরতে পারেনি। মেসিরা ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায়।
তবে বিরতির পরপরই দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আটলান্টা। ম্যাচের ৫৮তম মিনিটে আটলান্টাকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস। তার গোলেই ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ১-১। সমতায় থাকা ম্যাচে পরের গোলটির জন্য অপেক্ষা করতে হয় শেষ অব্দী।
নির্ধারিত সময়েও ফলাফল নির্ধারণী গোলের দেখা মিলেনি। যোগ করা সময়ে অর্থাৎ ৯৪তম মিনিটে ইন্টার মিয়ামির কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন আটলান্টা।শেষ মিনিটে বদলী নামা জান্ডে সিলভা দারুণ শটে বল পাঠিয়ে দেন মিয়ামির জালে। তাতেই আটলান্টা এগিয়ে যায় ২-১ ব্যবধানে। শেষ মূহুর্তে গোল হজম করে তা আর শোধ দিতে পারেনি মেসিরা। হার নিয়ে মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০