স্পোর্টস ডেস্ক:: স্প্যানিশ কিশোর লামিন ইয়ামাল। তার পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। কৈশোরেই কাঁপিয়ে দিচ্ছেন বিশ্বকে। ফুটবলকে নিজের করে নিয়েছেন তিনি, যেমন ইচ্ছে তেমনই যেনো হচ্ছে সব কিছুই।
স্পেনকে ইউরো জেতানো তারকাকে বার্সার ভবিষ্যত মেসি বলা হচ্ছে। কেউ কেউ বলছেন মেসিকেও ছাড়িয়ে যাবেন ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সেই ক্লাবের জার্সিতে শিরোপা জিতেছেন, দেশের জার্সিতেও জিতেছেন শিরোপা। কোনো কিছুই যেনো বাদ যাচ্ছে না।
স্পেনকে ইউরো জিতিয়ে নিজে হয়েছেন সেরা ফুটবলার। ক্লাব ফুটবলে একের পর একজন অর্জন। গোলের পর গোল করছেন। অ্যাসিস্টও করছেন সমানতালে। লামিন ইয়ামাল যেনো ফুটবলের বিস্ময়কর বালক।
জিরোনার বিপক্ষে দুর্দান্ত করেছেন। জোড়া গোল করে আতঙ্ক ছড়িয়ে রেখে ছিলেন পুরো ম্যাচে। তাকে সামলাতেই যেনো বেহুশ হয়ে পড়ে জিরোনার ডিফেন্ডাররা। ম্যাচ শেষে তাই জিরোনার কোচ সোজা জানিয়ে দিয়েছেন ইয়ামাল মেসিকেও ছাড়িয়ে যাবেন।
জিরোনা কোচ মিশেল সবচেয়ে বেশি মুগ্ধ লামিনে ইয়ামালের খেলা দেখে। তিনি বলেন, ‘লামিনে অবশ্যই পার্থক্য সৃষ্টিকারী একজন ফুটবলার। আমার কাছে মনে হয়, মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বের সেরা ফুটবলারের একজনে পরিণত হয়েছে সে।’
স্পেনের এই তারকা মেসিকেও ছাড়িয়ে যাবেন মন্তব্য করে জিরোনার কোচ আরো বলেন, ‘মেসির পরে আরও একটি মেসি আসবেন, এটা ভাবাটাই যেন বেশি হয়ে যায়। কিন্তু আমার মনে হয়, লামিনে ইয়ামাল যেভাবে উন্নতি করছে, এ ধারা অব্যাহত থাকলে সে এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারবে যেখানে মেসি পৌঁছেছেন।’
বার্সা কোচ হান্সি ফ্লিকও মুগ্ধ ইয়ামালের খেলা দেখে। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব খুশি যে, সে গোল পেয়েছে। লামিনে সাধারণত শেষ পাসটাই দিয়ে থাকেন। আজ খুব খুশি হয়েছি যে, সে গোলও করতে পেরেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০