স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা চার জয় তোলে নিয়েছে আর্জেন্টিনা। বুধবার সকালে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথমার্ধে ইন্টার মায়ামি ফরোয়ার্ডের জোড়া গোলেই জয় পায় লিওনেল স্কালোনির দল।
এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে এক মাসের বেশি সময় পর শুরুর একাদশে ফিরেন মেসি। ফিরেই ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড মেলে ধরলেন নিজেকে। অধিনায়কের নৈপুণ্যে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আজকের দুটি গোলই আসে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির পা থেকে। আর্জেন্টিনার জার্সিতে ১৭৮ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হলো ১০৬টি। দারুণ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল আর্জেন্টিনা।
টানা চার জয়ে আর্জেন্টিনার এখন পূর্ণ ১২ পয়েন্ট নামের পাশে। দিনের আগের ম্যাচে ব্রাজিলকে ২-০ ব্যবধানে হারিয়ে দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে। তিনে নেমে গেছে নেইমাররা। ২২ বছর পর ব্রাজিলকে হারানো উরুগুয়ের ৭ পয়েন্ট। চার ম্যাচে ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে পেরু।
পেরুর মাঠে ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাম পায়ে শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মেসি। পেরুর এক ভুল পাস থেকে বল পেয়ে যায় আর্জেন্টিনা।
কাউন্টার অ্যাটাকে এনজো ফার্নান্দেসের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টিনার অধিনায়ক।দ্বিতীয়ার্ধে স্বাগতিক পেরু বেশকিছু আক্রমণ চালিয়েছে। তবে লক্ষ্যভেদ করতে পারেনি তারা। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। আর আক্রমণেও এগিয়ে ছিল আলবেসিলেস্তেরা। পুরো ম্যাচে ১০টি শট নেয় আর্জেন্টিনা, বিপরীতে পেরু শট নেয় ৬টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post