স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা জয় দিয়ে করেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা শুক্রবার ভোরে হারিয়েছে ইকুয়েডরকে। ম্যাচে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তাতে ১-০ গোলের জয় লিওনেল স্কালোনির দলের।
আজ গোল করায় লুইস সুয়ারেজের রেকর্ড ছুঁয়েছেন মেসি। দক্ষিণ আমেরিকা মহাদেশের বাছাইপর্বে এত দিন সর্বোচ্চ গোলের রেকর্ডটি একার দখলে রেখেছিলেন উরুগুয়ে তারকা (২৯)। ইকুয়েডরের বিপক্ষে গোল করে নিজের বন্ধুর গড়া রেকর্ডে ভাগ বসালেন মেসি।
এদিকে গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জয়ের পর টানা পঞ্চম ম্যাচেও জয় তুলে নিল আর্জেন্টিনা। এই পাঁচ ম্যাচে ‘ক্লিন শিট’ও ধরে রেখেছে স্কালোনির দল। এ পাঁচ ম্যাচে ১৪ গোল করেছে আলবেসেলিস্তেরা। গত মার্চে ফিফা ফ্রেন্ডলিতে পানামার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল মেসিরা।
মার্চে নিজেদের খেলা দ্বিতীয় ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। অধিনায়ক মেসি পেয়েছিলেন হ্যাটট্রিকের দেখা। এরপর গত জুনের আন্তর্জাতিক বিরতিতে তারা হারায় অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াকে। দুই ম্যাচেই ২-০ গোল জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post