স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে সুবিধা করতে পারেনি ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে গোলশূন্য ড্র করেছে দলটি। এই ম্যাচে মেসি খেলবেন না, এর গুঞ্জন তৈরি হয়ে যায় আগেই। শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়।
মূলত হাঁটুর চোটের কারণে খেলা হয়নি মেসির। আর্জেন্টাইন সুপারস্টার সবশেষ রোববার মন্ট্রিয়েলের বিপক্ষে বাজে ট্যাকেলের শিকার হয়ে চোট পান। সেই কারণই ম্যাচ শেষে ব্যাখ্যা করেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্ডো মার্তিনো। চোট খুব একটা গুরুতর না হলেও, তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি হয়নি মায়ামি। যার জন্যই মেসিকে দেখা যায়নি এই ম্যাচে।
মার্তিনো বলেন, ‘সে অস্বস্তিতে ছিল। চিকিৎসকদের বেঁধে দেওয়া রুটিনের ভিত্তিতেই নিয়মিত অনুশীলন করেছে। আগের ম্যাচে হাঁটুতে ব্যথা পাওয়ায় একটু অস্বস্তি হচ্ছিল। কিছু পরীক্ষা করানো হয়েছে, আর সেগুলোর ফলাফলও ভালো এসেছে।’
‘এক সপ্তাহে তিনটা ম্যাচ। সে নিজেও স্বস্তিতে ছিল না। আমরা তাই চিন্তা করেছি যে, আজ তাঁকে না খেলানোই বুদ্ধিমানের কাজ হবে। শনিবার খেলাতে চাই। তবে ব্যাপারটা তাঁর উন্নতির ওপর নির্ভর করছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post