স্পোর্টস ডেস্ক:: ডি মারিয়া এবং লিওনেল মেসি। আর্জেন্টাইন দুই তারকা ব্যক্তি জীবনেও একে অপরের খুব কাছের বন্ধু। মেসি-ডি মারিয়াদের জুটিতেই তিন দশকের আক্ষেপ ঘুঁচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দুই তারকা আবারো এক হচ্ছেন।
ক্লাব ফুটবলে মেসির সঙ্গে জুটি বেঁধেই বুট জোড়া তুলে রাখতে চান ডি মারিয়া। তাই তো তিনিও যাচ্ছেন ফ্লোরিডায়। যোগ দিচ্ছেন মেজর লিগের দল ইন্টার মায়ামিতে। বন্ধু মেসি যেখানে আছেন আরো আগ থেকেই।
বিশ্বকাপ জেতার পর পর্তুগিজ জায়ান্ট বেনফিকায় যোগ দেন ডি মারিয়া। ইউরোপা যাত্রা শুরু হয়েছিলো তার এই ক্লাব দিয়েই। ক্যারিয়ারের শেষ বেলায় ফিরে যান পুরনো ক্লাবে। এক বছরের চুক্তি শেষ হবে জুনেই। বেনফিকায় আর চুক্তি বাড়াবেন না ডি মারিয়া। ফিরবেন আর্জেন্টিনায়।
স্বদেশে নিজের কৈশোরের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরবেন তিনি। যেখান থেকে শুরু করে ছিলেন ফুটবলের স্বপ্নের যাত্রা। মাস ছয়েক রোজারিওতে কাটানোর পর তিনি যোগ দেবেন মায়ামিতে। জুটি বাঁধবেন মেসির সঙ্গে। আর্ন্তজাতিক গণমাধ্যম অ্যা বোলো ডি মারিয়ার মায়ামিতে যোগ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছে।
প্রতিবেদনে অ্যা বোলো জানিয়েছে, এই গ্রীষ্মেই ডি মারিয়ার স্ত্রী ও সন্তানরা ফ্লোরিডায় থিতু হচ্ছে।ফ্লোরিডায় মেসি তার স্ত্রী-সন্তানদের নিয়ে বাস করছেন। ডি মারিয়ার স্ত্রী-সন্তানেরা ফিরে যাবেন তাদের বন্ধুদের কাছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post