স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি ও জুলিয়ান আলভারাজের গোলে প্রত্যাশিত ভাবেই কোপার ফাইনালে পৌঁছালো আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-১ গোলে হারিয়ছে লিওনেল স্কালোনির দল।
শক্তির দিক দিয়ে এগিয়ে থাকা আর্জন্টিনা ফেবারিটের মতোই খেলেছে। পুরো ম্যাচই ছিলো বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ন্ত্রণে। আলভারাজের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনায় দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় অধিনায়ক মেসির গোলে।
দুই গোলে কানাডা হারলেও লড়াই করেছে সমান সমান। তারকা বহুল আর্জেন্টাইনদের সাথে বেশ ভালো টক্কর দেয় কানাডা। ম্যাচের ৫১ শতাংশ বল দখলে রেখেছিলো মেসিরা। বাকীটা সময় কানাডাও বল নিয়ন্ত্রণ রাখে। আর্জেন্টাইনাদের ১১ শটের বিপরীতে কানাডাও ১০টি শট নিয়েছিলো। এমিলিয়ানো মার্টিনেজের হাতকে ফাঁকি দিতে পারেনি দলটি।
ম্যাচের ২৩তম মিনিটেই আর্জেন্টিনা লিড নেয়। রদ্রিগো ডি পলের পাস থেকে পাওয়া বল কানাডার জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে যায় জুলিয়ান আলভারাজে। প্রথমার্ধেই এগিয়ে যাওয়া দলটি বিরতিতেও যায় এগিয়ে থেকেই।
বিরতির পর কানাডা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে সেই সুযোগ পায়নি দলটি। মিস করেছে একাধিক গোলের সুযোগও। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেন। ম্যাচের ৫১তম মিনিটে ইন্দো ফার্নান্দেজের সহায়তায় মেসি গোল করলে স্কোর লাইন হয়ে যায় ২-০।
দুই গােলে পিছিয়ে পড়া কানাডা আর ঘুরে দাঁড়াতে পারেনি। লিওনেল স্কালোনির দলও আর ব্যবধান বাড়ায়নি। শেষ পর্যন্ত তাই ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post