স্পোর্টস ডেস্কঃ ২১ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে বার্সেলোনা পেল শিরোপার স্বাদ। তরুণ মিডফিল্ডার গাভির নৈপুণ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা ঘরে তুলল স্প্যানিশ সুপার কাপ। রোববার রাতে সৌদি আরবের বাদশাহ ফাহাদ স্টেডিয়ামে আসরের একপেশে ফাইনালে ৩-১ গোলে জিতেছে বার্সা।
বার্সার জয়ের নায়ক গাভি। নিজে গোল করার পাশাপাশি রবার্ত লেভানডফস্কি ও পেদ্রির গোলে ভূমিকা রাখেন তিনি। শেষ বাঁশি বাজার একটু আগে রিয়ালের পক্ষে সান্ত্বনাসূচক গোল করেন করিম বেনজেমা। কাতালানদের কোচ জাভি হার্নান্দেজ পেয়েছেন প্রথম শিরোপার স্বাদ। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথম কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ দলটি।
রিয়ালকে হারিয়ে শিরোপা জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত জাভি। ফাইনাল শেষে তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা সইতে হয়েছে। ছেলেরা নিজেরাই আজ (কাল) মুক্তির পথ খুঁজে নিয়েছে। আমরা আর থামতে চাই না। এটাই মৌসুমের প্রথম শিরোপা, তবে শেষ নয়।’
জাভি আরো বলেন, ‘সমর্থকদের জন্য এই ট্রফি খুব গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এই ক্লাবকে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে, আর্থিক সমস্যা, লিওর (মেসির) বিদায় ছিল বড় ধাক্কা…এখন আমি খুশি। এই ট্রফি আমাদেরকে মানসিকভাবে শান্তি দেবে।’
Discussion about this post