স্পোর্টস ডেস্কঃ উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন আর্লিং হালান্ড। নরওয়ের এই তরুণ পেছনে ফেলেছেন সতীর্থ কেভিন ডি ব্রুইনে ও লিওনেল মেসিকে। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়ি জমালেও আগের মৌসুমের পারফরম্যান্সের বিচারে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
বৃহস্পতিবার মোনাকোর গ্রিমালদি ফোরামে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের ড্র অনুষ্ঠিত হয়। সেই ড্র অনুষ্ঠান শেষ হওয়ার পর বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২০২২-২৩ মৌসুমটা স্বপ্নের চেয়েও সুন্দর কেটেছে হালান্ডের। ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমেই ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন।
লিগে হালান্ড জালের দেখা পান ৩৬ বার। ভেঙে দেন ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। সতীর্থদের দিয়ে ৮টি গোলও করান নরওয়ের এই তারকা। সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথচলায়ও ভালো অবদান ছিল হলান্ডের। ১১ ম্যাচে গোল করেন ১২টি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ও দ্রুততম খেলোয়াড় হিসেবে ৩৫ গোল এখন এই ২৩ বছর বয়সীর। যার সুবাদে উয়েফার বর্ষসেরার খেতাব জিতে নিলেন তিনি।
এছাড়া পুরুষদের বিভাগে বর্ষসেরা কোচ হয়েছেন হালান্ড-ব্রুইনাদের কোচ পেপ গার্দিওলা। ইন্টার মিলানের সিমোনে ইনজাগি ও নাপোলির লুসিয়ানো স্পাল্লেত্তিকে পেছনে ফেলেছেন তিনি। এদিকে বর্ষসেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডকে দুইবছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতানো ও এবার বিশ্বকাপের ফাইনালে তোলা সারিনা ওয়েমান। আর এবার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় জার্মানির মিরাস্লাভ ক্লোসার হাতে।
Discussion about this post