স্পোর্টস ডেস্ক:: ফিফা বিশ্বকাপ বাছাইয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে দলটির একাদশে নেই মেসি, দিবালা ও মার্তিনেজের মতো বড় তারকা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লিওনেল স্কালোনি বেশ বড় ধাক্কা খেয়েছেন। সেরা তারকাদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাকে।
বিশ্বকাপ বাছাইয়ে এই সপ্তাহে দু’টি ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে। আজ সকালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর ২৬ মার্চ মেসিদের মোকাবেলা করতে হবে ব্রাজিলকে। এই দুই ম্যাচের আগে খেলোয়াড়দের একের পর এক ইনজুরি ভাবিয়ে তুলেছে আর্জেন্টিনাকে। মেসি, দিবালা-মার্তিনজেরা ইনজুরির কারণে সকালের ম্যাচ খেলতে পারবেন না।
সেরা তারকাদের ছাড়া কেমন হতে পারে আর্জেন্টিনার একদাশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, এখন পর্যন্ত আগামীকাল ম্যাচের লাইনআপ ‘৯০ শতাংশ’ ঠিক করতে পেরেছেন। লিওনেল স্কালোনি বলেন, ‘যখনই ফিফার সূচিতে খেলা হয়, আমাদের সতর্ক থাকতে হয়। আমরা জানতাম কিছু খেলোয়াড় চোটে পড়বে ও আরও কয়েকজনকে হারানো শঙ্কা থাকবে। আমাদের অবশ্যই ভাবতে হবে আমাদের সঙ্গে যা আছে, তা নিয়ে এবং যে খেলোয়াড়রা আমাদের সঙ্গে আছে, তাদের সুযোগ–সুবিধা নিয়েও ভাবতে হবে। ১৫ দিন আগে আমরা যে পরিকল্পনা করেছি, সেটা এখন অপ্রয়োজনীয় এবং আমাদের আবারও ম্যাচের পরিকল্পনা করতে হবে।’
উরুগুয়ের ম্যাচের একাদশ নিয়ে জানতে চাইলে স্কালোনি বলেছেন, ‘আগামীকালের একাদশ ৯০ শতাংশ ঠিক হয়েছে। অনুশীলনের পর বিকেলের মধ্যে এটা তৈরি করব। কিন্তু এরই মধ্যে আমার কাছে একটা ধারণা আছে। আমরা যে উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, সেটা আমাদের মাথায় আছে।’
বড় তারকাদের অনুপস্থিতিতে অন্যরা নিজেদের প্রমাণের সুযোগ পেয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের কিছু খেলোয়াড় বাইরে আছে, যা অন্যদের নিজের মূল্য দেখানোর সুযোগ করে দেবে।’ এখন তরুণ এবং বিকল্প খেলোয়াড়রা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।
সংবাদমাধ্যম বোলাভিআইপি করা আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলেস্টার, লিয়ান্দ্রো পারাদেস কিংবা গিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস গনসালেস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০