স্পোর্টস ডেস্কঃ সেরা তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেত্রয়ীকে নিয়েও বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিততে পারল না পিএসজি। নিজেদের মাঠে ম্যাচের বেশিরভাগ সময় কোণঠাসা হয়ে ছিল প্যারিসের ক্লাবটি। মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে তাদের হার ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন কিংসলে কোমান।
সাম্প্রতিক সময়টাই অবশ্য ভালো যাচ্ছে না পিএসজির। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ হারল দলটি। মূলত বিশ্বকাপ বিরতি থেকে ফিরে আসার পর ছন্দ হারাতে থাকে তারা। মৌসুমে পাওয়া পাঁচটি হারের স্বাদ বিশ্বকাপের পরই পেয়েছে তারা। মার্সেইয়ের কাছে হেরে ফরাসি কাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর গত শনিবার লিগে মোনাকোর মাঠে ৩-১ গোলে হারে ক্রিস্তোফার গালতিয়ের দল। এই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা হেরেছে পাঁচ ম্যাচ। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলে টানা চার ড্রয়ের পর টানা চারটি ম্যাচ জিতে নিল বায়ার্ন।
পার্ক দেস প্রিন্সেসে বায়ার্নের হাই-প্রেসিং ফুটবলের সামনে থিতু হতে কিছুটা সময় লাগে মেসি-নেইমারদের। শুরুতে মেসি একাধিক আক্রমণ তৈরি করলেও, তা আলোর মুখ দেখেনি। গোলশূন্য বিরতি টানে উভয় দল।দ্বিতীয়ার্ধের শুরুতেই জাল খুঁজে পায় বায়ার্ন। আলফনসো ডেভিসের পাস থেকে বল পেয়ে দারুণভাবে কাজে লাগান কিংসলে কোম্যান। এগিয়ে যাওয়ার পরও পিএসজিকে চাপে রেখে খেলতে থাকে তারা। ৬২ মিনিটে অল্পের জন্য আরেকটি গোল হজম থেকে রক্ষা পায় গালতিয়েরের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post