স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে আগের ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে নামতে পারেননি লিওনেল মেসি। তার অনুপস্থিতিতে ফ্লোরিডার ক্লাবটি জয়বঞ্চিত থাকতে হয়েছে আগের ম্যাচে। তবে আজ ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয়ে ফিরল মায়ামি।
মেসির আজ খেলা নিয়ে শঙ্কা ছিল অনেক বেশি। তবে সব শঙ্কা দূর করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার মায়ামির মূল একাদশে ছিলেন। তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর উপস্থিতি যেন দলকে উজ্জীবিত করেছে। চেজ স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ডিসিকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি।
মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মায়ামি ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখিয়েছে। তবে আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারছিল না দলটি। অষ্টম মিনিটে প্রথমবার লক্ষ্যে আঘাত হাতে মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সামনেই বল পেয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাসি। তবে তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।
৪৩ মিনিতে সহজ মিস করেন ক্রেমাসি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ভালো একটি সুযোগ পায় ডিসি। তবে গোলমুখে সহজ সুযোগ হাতছাড়া করেন জারেড স্ট্রুড। ৭১ মিনিটে গোলের উদ্দেশ্যে শট নেন মেসি। তবে পোস্টের অনেক বাইরে দিয়ে নেয়া সেই শট বারের উপর দিয়ে যায়। ৮৬ মিনিটে ডিসির এগিয়ে যাওয়ার সুযোগ রুখে দেন মায়ামির গোলরক্ষক।
ম্যাচে তখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল। আরও একটা ড্রয়ের সামনে দাঁড়িয়ে মায়ামি। জয়ের আশা যখন একদমই তলানিতে তখনই হঠাৎ স্কোরশিটে নাম লেখান কাম্পানা। বদলি হিসেবে মাঠে নামা এই ফুটবলার মাঝমাঠ থেকে বাড়ানো বলকে দারুণ দক্ষতায় রিসিভ করেন এবং গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়ান। জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির দল। এই জয়ে ১৫ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই থাকল মায়ামি। ১৫ ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ২ হারে মায়ামির পয়েন্ট এখন ৩১।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post