স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট তিন দিনে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে উইন্ডিজ। বল হাতে আলো ছড়ান গুডাকেশ মোটি। বাঁহাতি এই স্পিনারের রেকর্ড গড়া বোলিংয়ে দ্বিতীয় টেস্ট তিন দিনেই জিতে সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবিয়ানরা। বুলাওয়ায়োতে দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৪ রানে জিতেছে তারা। দুই ম্যাচের সিরিজ ক্রেইগ ব্রাথওয়েটের দল জিতে নিয়েছে ১-০ ব্যবধানে।
বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোটির দাপটে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায়। ইনোসেন্ট কাইয়া সর্বোচ্চ ৩৮ রান করেন। ডোনাল্ড তিরিপানো অপরাজিত ২৩ রান করেন। ক্রেগ আরভিন ২২ রান করেন। একাই ৭ উইকেট নেন মোটি। জেসন হোল্ডার নেন ২ উইকেট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯২ রান করে উইন্ডিজ। রোস্টন চেজ (৭০) এবং রেমন রেইফারের (৫৩) অর্ধশতরানের সৌজন্যে ক্যারিবিয়ানরা এই পুঁজি পায়।
জশুয়া ডা সিলভা করেন ৪৪ রান। ৩৬ করেন তাগেনারিন চন্দ্রপল। ৩০ করেন কাইল মায়ার্স। জিম্বাবুয়ের ভিক্টর নুচি নেন ৫ উইকেট। ব্র্যান্ডন মাভুতা নেন ৩ উইকেট। ১ উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা। প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড পায় ক্যারিবিয়ানরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারীদের লিডই টপকাতে পারেনি রোডেশিয়ানরা। ১৭৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ক্রেইগ আরভিন ৭২ রান করেন। ৪৩ রান করেন ইনোসেন্ট কাইয়া। মোটি ৬ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছে আলজারি জোসেফ, শ্যানোন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার এবং রোস্টন চেজ।
এই প্রথম টেস্ট ম্যাচে ১১ উইকেটের বেশি পেলেন উইন্ডিজের কোনো স্পিনার, ৯৯ রানে ১৩টি উইকেট নেন মোটি। নাম লেখান ইতিহাসে। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সনি রামদিনের ১৫২ রানে ১১ উইকেট ছিল এতদিন কোনো ক্যারিবিয়ান স্পিনারের ম্যাচ সেরা বোলিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post