স্পোর্টস ডেস্ক:: চেলসির সময়টা ভালো যায়নি। পুরো মৌসুম ধুঁকেছে দলটি। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা দলটির প্রাণ ছিলেন কোল পালমার। একাই চেলসিকে নিয়ে লড়াই করেছেন। একের পর এক গোল করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার এবার তিনি পেয়েছেন।
ভোটের মাধ্যমে মৌসুমের তরুণ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসির এই তারকা। পালমারের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে দলটি। ৩৭ ম্যাচ শেষে চেলসিকে ছয়ে রাখতে অবদান রেখেছেন পালমার।
মৌসুমে স্টামফোর্ড ব্রিজের দলটিতে ৩২ ম্যাচে ২২ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১০টি। পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত পালমার নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দারুণ! প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় বানানোর জন্য যাঁরা আমাকে ভোট দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। ক্লাবের সব সদস্য, পরিবার এবং বন্ধুদের ছাড়া এ অর্জন কখনো সম্ভব হতো না।’
ম্যানচেস্টার সিটি থেকে পালমারকে গত গ্রীষ্মের দল বদলে কিনে নেয় চেলসি। শেষ মূহুর্তের এমন সিদ্ধান্ত দলটিকে কিছুটা হলেও প্রাণ ফিরিয়ে এনেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post