স্পোর্টস ডেস্কঃ আসি আসি করেও কিলিয়ান এমবাপের আসা হয় না রিয়াল মাদ্রিদে। গেল কয় মৌসুম ধরে প্রতিবার দলবদলের বাজারে সবচেয়ে বেশি আলোচনা হয় মাদ্রিদ-এমবাপেকে নিয়ে। গত মৌসুমে তো এই ফ্রেঞ্চ তারকা মাদ্রিদে চলে আসার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয় নি। তবে এবার ইএসপিএন সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন মৌসুমে নতুন ঠিকানায় দেখা যাবে এমবাপেকে।
ইএসপিএন-এর সূত্রটি বলছে, ‘এমবাপে বিশ্বের অন্যতম বড় ক্লাবটিতে পরবর্তী মৌসুমেই যোগ দেবেন। বিষয়টি নিয়ে আশাবাদী রিয়াল মাদ্রিদও, ইতোমধ্যে রিয়াল-পিএসজি উভয়পক্ষ পরস্পর যোগাযোগ এবং দরকষাকষিও করছে।’ এদিকে এই মৌসুম শেষেই পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে এরই ভেতর খবর প্রকাশিত হয়েছিল— ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দিতে আনুগত্য বোনাস (লয়ালিটি বোনাস) হিসেবে তিনি ১০ কোটি ইউরো দাবি করেছিলেন। যা নিয়ে রিয়ালের সঙ্গে তার দেনদরবারের খবরও জানা যায়। তবে ওই দাবিতে তিনি ছাড় দিয়েছেন বলে জানা যায় পরবর্তী খবরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post