স্পোর্টস ডেস্কঃ একাই অস্ট্রেলিয়াকে জেতালেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে আজ ৩ উইকেটে জিতেছে অজিরা। মুম্বাইয়ে আফগানদের কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্যাট কামিন্সের দল। পায়ে চোট নিয়েও ডাবল সেঞ্চুরি হাঁকান ম্যাক্সওয়েল।
২৯২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। এরপর বীরত্বসূচক ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ডানহাতি এই ব্যাটারের ব্যাটে ভর করে ১৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। তাতে ভারত ও দক্ষিণ আফ্রিকার পর আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
১২৮ বল মোকাবিলায় ২১ চার ও ১০ ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান ম্যাক্সওয়েল। বিশ্বকাপ ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। বিশ্ব আসর বাদ দিয়ে গত বছর বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে করা ইশান কিশানের ডাবল সেঞ্চুরিটি এ সংস্করণে দ্রুততম ডাবলের রেকর্ড।
আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট তুলে নিয়েছেন নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান। এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাক্সওয়েল ছাড়া ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেননি কোনো অজি ব্যাটার। মাত্র ৯১ রান তুলতেই সাজঘরের পথ ধরেন ৭ ব্যাটার।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনি জুটিটা জমেনি আফগানিস্তানের। ২১ রানে আউট হন রহমানউল্লাহ গুরবাজ। দ্বিতীয় উইকেটে রহমত শাহের সঙ্গে ৮৩ রানে জুটিতে দলকে বড় সংগ্রহের পথে রাখেন ইব্রাহিম। এরপর হাসমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। অন্যপ্রান্ত ধরে খেলে ১৩১ বলে শতক পূর্ণ করে ইব্রাহিম। ষষ্ঠ উইকেটে রশিদ খানের সঙ্গে ইব্রাহিমের ২৮ বলে অবিচ্ছেদ্য ৫৮ রানের জুটিতে ২৯১ রান করে আফগানিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post