স্পোর্টস ডেস্ক:: ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারকাদের ভুলের খেসারত দিয়ে কোয়ার্টারফাইনাল থেকেই বিদায় হয়েছে দলটির।
দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। রাতের ম্যাচে ৩-০ ব্যবধানে ম্যানইউকে উড়িয়ে দিয়েছে সেভিয়া।
হ্যারি ম্যাগুয়ার ভুল করেছেন, ভুল করেছেন গোলকিপার দাভিদ দে হেয়া। তাতেই ম্যানইউ’র ৩-০ ব্যবধানের হার নিশ্চিত হয়েছে। ইউরোপা লিগ থেকেও বিদায় নিতে হয়েছে দলটিকে।
ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় সেভিয়া। মরক্কোর তারকা ইউসুফ এন-নেসিরি ম্যাচের অষ্টম মিনিটেই দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। পিছিয়ে পড়া ম্যানইউ প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেভিয়া।
বিরতির পর দ্বিতীয়ার্ধে ম্যানইউ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো। কিন্তুু ফুটবলারদের একের পর এক ভুলের খেসারত দিতে গিয়ে আর ঘুরে দাঁড়ানো হয়নি। ম্যাচের ৪৭তম মিনিটেই ফরাসি তারকা লুইস বার্দে সেভিয়াকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে।
ম্যাচের ৮১তম মিনিটে ইউসুফ এন-নেসিরি নিজের জোড়া গোল পূর্ণ করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কফিনে ঠুকে দেন শেষ পেরেক। ৩-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে সেভিয়া। ইউরোপা লিগ থেকে বিদায় নেয় টেন হাগের শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post