স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে নিয়েও কোনো গোল করতে পারল না পিএসজি। লিগ ওয়ানে তাই রেনের বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। রোববার ম্যাচজুড়ে ভীতি ছড়ালেন মেসি-এমবাপে, কিন্তু গোল পান নি। আরও একবার পিএসজিকে হারিয়ে দিয়েছে রেন। গত জানুয়ারিতে রেনের মাঠের ১-০ গোলে হেরেছিল প্যারিসের দলটি।
রোববার পিএসজির মাঠে গোল করেন টোকো একাম্বি ও আহনু কালিমেন্দু। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে লিড গোল এনে দেন একাম্বি। সতীর্থ বেঞ্জামিন বোরিগডের পাস থেকে বল পেয়ে ডান পায়ের শট নেন এই ফরোয়ার্ড। তাতেই এসে যায় কাঙ্ক্ষিত গোলটি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মেসি-এমবাপেরা।
বিরতির পরেই আবার ধাক্কা খায় পিএসজি। ৪৮ মিনিটে আর্নাউদ কালিমুন্দোর গোলে এগিয়ে যায় রেনে। লেসলির পাস থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি কালিমুন্দো। তাতে ২-০ গোলে পিছিয়ে পড়েন ক্রিস্তোফার গালতিয়েরের দল। শেষ পর্যন্ত এই ব্যবধানেই হেরেছে প্যারিসিয়ানরা।
হারলেও লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে আছে পিএসজি। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস। ৫০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রেন। তিন নম্বরে আছে মার্শেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post