স্পোর্টস ডেস্কঃ প্রতিবারই ভালো দল গঠন করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরুটা ভালো করলেও, খেই হারিয়ে ফেলে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের আসরেও জয় দিয়ে শুরু করেছিল ব্যাঙ্গালোর। তবে এরপরের দুই ম্যাচে টানা হারে দলটি খানিকটা বিমূর্ষ।
এর মধ্যে সোমবার রাতে সবশেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ বলে গিয়ে যেভাবে ১ উইকেটে হেরেছে ব্যাঙ্গালোর, তা রীতিমতো হতাশার। সেই হতাশার মাঝেই এবার ব্যাঙ্গালোরের জন্য নতুন দুঃসংবাদ।
হারের তিক্ততার সাথে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে দলটি। যেহেতু আসরে প্রথমবার এমন ঘটনা ঘটেছে, তাই অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এমন হলে, বাড়বে জরিমানার অর্থের পরিমাণ।
এদিকে তিরষ্কার করা হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের ক্রিকেটার আভেশ খানকে। ম্যাচের শেষ বলে জয়ের পর অতি উত্তেজনায় হেলমেট মাটিতে ছুঁড়ে ফেলেন তিনি। এমন ঘটনায় ম্যাচ রেফারি চাইলে শাস্তি দিতে পারেন। তবে প্রথমবার যেহেতু ঘটেছে, আইপিএল কতৃপক্ষ তিরষ্কার করেছে আভেশকে। একইসাথে সতর্কও করে দেওয়া হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post