স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। কেপটাউনে মাত্র দেড় দিনে শেষ হওয়া এই টেস্টে সর্বমোট ৬৪২ বল খেলা হয়েছে। টেস্ট ইতিহাসে এটিই সংক্ষিপ্ততম ম্যাচের বিশ্ব রেকর্ড গড়ল। পাঁচদিনের ৩০ ঘন্টার টেস্ট শেষ হলো মাত্র সাড়ে ৯ ঘন্টায়। দেড় দিনে মোট ৩৩ উইকেটের পতন হয়। প্রথম দিনই ২৩ উইকেটের পতন হয়েছিল। টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে ভারত।
ম্যাচের পর কেপটাউনের পিচের ব্যাপারে বেশ উত্তপ্ত কথা বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এমন পিচ নিয়ে কেউ কিছু না বললে ভারতের পিচ নিয়েও সবাইকে মুখ বন্ধ করতে বলেছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘আমরা দেখেছি এই ম্যাচে কী ঘটেছে। পিচ কেমন আচরণ করেছে। সত্যি বলতে কি, যতক্ষণ পর্যন্ত সবাই ভারত নিয়ে মুখ বন্ধ রাখছে, ভারতের পিচ নিয়ে বেশি কথা বলা বন্ধ রাখছে, এ ধরনের উইকেটে খেলতে আমার আপত্তি নেই। এখানে আমরা নিজেদেরই চ্যালেঞ্জ জানাতে এসেছি। হ্যাঁ, এটা বিপজ্জনক, এটা চ্যালেঞ্জিং। কিন্তু অন্যরা যখন ভারতে যায়, তারাও চ্যালেঞ্জ সঙ্গে করেই যায়।’
ভারত ও ভারতের বাইরের উইকেটের ক্ষেত্রে আইসিসির ‘দ্বিচারিতা’র সমালোচনা করে ম্যাচ রেফারিদের ‘চোখ–কান’ খোলা রাখতে বলেছেন রোহিত। তিনি বলেন, ‘আমার মনে হয়, সবখানেই কেন নিরপেক্ষ থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ম্যাচ রেফারিদের। ম্যাচ রেফারিদের পিচ রেটিং করার সময় চোখ-কান খোলা রাখা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, বিশ্বকাপ ফাইনালের পিচকে গড়পড়তার নিচে (আসলে গড়পড়তা) রেটিং দেওয়া হয়েছে। ওই ফাইনালে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে। ওই পিচ কীভাবে খারাপ হতে পারে? তাই, এই জিনিসগুলো আইসিসি ও ম্যাচ রেফারিদের দেখা উচিত এবং তারা যেটা দেখছেন সেটার ওপর নির্ভর করেই পিচগুলোকে রেটিং দেওয়া উচিত, দেশ বিবেচনায় নিয়ে নয়। আমার মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post